একটি সত্যি ঘটনা
লাবনী উপমা
ঘটনাটা একদম সত্য ঘটনা যেটা ঘটেছিল আমার সাথে।গ্ৰীষ্ণকালীন ছুটিতে আমরা গ্ৰামের বাড়িতে বেড়াতে
গিয়েছিলাম। আমাদের গ্ৰামের বাড়িতে একটা বড় কৃষ্ণ মন্দির আছে। প্রতিদিন পূজার জন্য প্রচুর ফুল লাগে ।আমি আর
আমার দাদার মেয়ে প্রায় সমবয়সী। আমরা ঠিক করলাম যে ওই দিন পূজার ফুল আমরাই আনতে যাবো। যে বাড়ি তে
ফুল আনতে যাবো সেই বাড়িটায় যেতে একটা বাঁশ ঝাড় আর একটা পুরনো বাড়ি বাঁধে এবং ঐ রাস্তায় লোক তেমন
চলাচল করে না। সেদিন ছিল শনিবার,আমরা ফুল আনতে রওনা দিলাম।গল্প করতে করতে কখন যে বাঁশ ঝাড় এ চলে
এলাম তা খেয়ালই করিনি।
তখন বাজে দুপুর ১২ টা ।আমরা লক্ষ করি আমাদের পিছনে একটা কালো কুকুর আসছে। কুকুর টা র স্বভাব তেমন
ভালো লাগলো না।আমরা তারাতাড়ি পা চালিয়ে যেতে থাকি । পুরানো বাড়িরটার কাছে এসে দেখি কুকুর টা উধাও হয়ে
গেছে।আমি কিছু তেমন বুঝতে পারলাম না কিন্তু আমার দাদার মেয়ে একটু আন্দাজ করতে পারলো।ও আমাকে বললো
আমি যেন পেছনে না তাকাই যাই হোক না কেন।আমরা তাড়াতাড়ি পুরানো বাড়িটা পার করে ওই বাড়িতে পৌঁছালাম।
আমারা খেয়াল করলাম ওই কালো কুকুরটা ওই বাড়ির সামনে বসে আছে আমার অবাক হয়ে গেলাম।তখন আমি সম্পূর্ণ
টা বুঝতে পারলাম। ফুল নিয়ে ওই বাড়ির কাকিমা কে বললাম গঙ্গাজল আমাদের গায়ে ছিটিয়ে দিতে।তারপর সারারাস্তা
দুই জন হনুমান চালিসা পাঠ করতে করতে আসি । আমাদের সাথে আর কিছু অস্বাভাবিক ঘটেনি । বাড়িতে এসে আমরা
আমার জেঠিকে সব খুলে বললাম। তিনি বললেন" তোরা ভালো করেছিস পেছনে না তাকিয়ে।তাহলে খুব বড় একটা
ক্ষতি হয়ে যেতো।" তিনি আরো বললেন ওই রাস্তার পাশেই নাকি একটা গন কবর আছে।আর ওই রাস্তায় নাকি সব সময়
অস্বাভাবিক অদ্ভুত প্রায়ই ঘটে যে কারণে ওই রাস্তায় সচরাচর কেউ যায় না।